মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে দিদার পরিবহন বাসের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। এসময় উত্তেজিত জনতা পরিবহন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ১ঘণ্টা বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (জানুয়ারি-১২) রাতে সদর উপজেলার আঞ্চলিক মহাসড়কের চরগবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল ফরাজী (৫০) মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার খালেক ফরাজীর ছেলে। আহতরা হলেন রাজ্জাক মালেকের ছেলে আলামিন (২২), মজিদ খার ছেলে রাকিব (২০), মোলারফ বেপারীর ছেলে আজিজ (১৯), আয়নাল খার ছেলে রিয়াজ (২১), কালু ফকিরের ছেলে রাসেল (২২)। আহতদের সকলেই সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহন বাস মাদারীপুর শেখ হাসিনা মহাসড়ক দিয়ে চরগবিন্দপুর এলাকায় আসার পরে একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক কামাল ফরাজী ঘটনাস্থলেই নিহত হন এবং অটোরিকশায় থাকা আরও ৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ার তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকি দুজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পরপরেই উত্তেজিত সাধারণ জনতা দিদার পরিবহনে আগুন ধরিয়ে দেয়। ফলে সড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে করেন।
মাদারীপুর ফারায় সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থলে অটোচালক নিহত হন। বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।