মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ২০৫ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত উজ্জল বেপারী(৩৮) ও বোরহান বেপারী(৩১) কালকিনি পৌর এলাকার লক্ষিপুর পখিরা গ্রামের সিরাজ বেপারী ছেলে এবং আব্দুল মান্নান শিকদার(৩০) একেই গ্রামের ইসলাম শিকদারের ছেলে।
আজ বুধবার (জানুয়ারি-১২) দুপুরে এ তথ্য নিশ্চিত করে কালকিনি থানা পুলিশ।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই ইসাহাক আলী ও সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার লক্ষিপুর পখিরা গ্রামের তিন রাস্তার মোড় থেকে ইয়াবা বিক্রিকালে তাদের তিনজনকে হাতেনাতে আটক করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। আজ দুপুরে তাদেরকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।