যুক্তরাষ্ট্রের নতুন মুদ্রায় স্থান দেওয়া হয়েছে কবি ও নারী অধিকারকর্মী মায়া অ্যাঞ্জেলোকে। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ২৫ সেন্টের এই মুদ্রায় ঠাঁই পেলেন তিনি।যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের দপ্তর ইউএস মিন্ট বলেছে, সিকি মুদ্রার নতুন সংস্করণে কবি মায়াকে স্থান দেওয়া হয়েছে।
মিন্ট সম্প্রতি ঘোষণা দিয়ে জানিয়েছিল, আমেরিকান ওমেন কোয়ার্টার্স প্রোগ্রামের অংশ হিসেবে ‘আই নো হোয়াই দ্য কেজ বার্ড সিংগসের’ লেখককে মুদ্রায় ঠাঁই দেওয়া হবে। ২০২১ সালের জানুয়ারি মাসে এ আইন সই হয়। মিন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ সেন্টের নতুন মুদ্রা ইতিমধ্যে ছাড়া শুরু হয়েছে।
মিন্টের উপপরিচালক ভেনট্রিস গিবসন বলেন, মার্কিন নারী এবং দেশের ইতিহাসে তাঁদের অবদান উদ্যাপনের জন্য মুদ্রা উন্মুক্ত করা সম্মানের বিষয়।