আরিফুর রহমান, ঝালকাঠি:
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাত ও আহত লঞ্চযাত্রীদের উদ্ধার কাজে মানবিক যোদ্ধাদের শুভেচ্ছা জানানো হয়েছে ।
রোববার (৯ জানুয়ারি) বিকালে জাতীয় দৈনিক আমাদের বার্তা পত্রিকার আয়োজনে লঞ্চ টার্মিনালে দোয়া ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমাদের বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক পলাশ রায়ের সভাপতিত্বে কাউন্সিলর হুমাউন কবির সাগর, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান,যুবলীগ নেতা মো. ছবির হোসেন, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক অলোক সাহা, স্থানীয় উদ্ধারকর্মী মো. হানিফ হোসেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধি মাহবুব আলম সৈকত, মন্টু হাওলাদার, ট্রলার চালক মো. সাইফুল ইসলাম, রাজু হোসেন, আলিম হোসেন বক্তব্য রাখেন ।
আলোচনা সভা শেষে নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়