করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ফ্রান্সের কোভিড টিকাবিরোধী আইনপ্রণেতা জোসে এভারার্ড। দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট রিচার্ড ফেররান্ড শুক্রবার এ তথ্য জানান।
করোনা সংক্রমণ রোধে ফ্রান্সে নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন এভারার্ড। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন তিনি। দেশটির কট্টর ডানপন্থি একটি দলের নেতা ছিলেন তিনি।
তবে এটা ঠিক পরিষ্কার নয়, এভারার্ড করোনার টিকা নিয়েছিলেন কি না। করোনা সংক্রমণ এভারার্ডের মৃত্যুর পর তার পরিবার, সন্তান, আত্মীয়স্বজনের প্রতি শোক জানিয়ে টুইট করেছেন দেশটির রাজনীতিকরা।
সূত্র : রয়টার্স