এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার সৈয়দপুরে ২৭৫ পিস ইয়াবাসহ মাহবুবুর রশিদ (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ সিপিসি-২ এর একটি দল।
বৃহস্পতিবার রাতে শহরের বিপণীবিতান কেন্দ্র এস আর প্লাজার পারভেজ হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৭/জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা পুলিশ। গ্রেপ্তার মাহবুবুর দিনাজপুর চিরিরবন্দরের বড় হাশিমপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাহবুবুর রশিদ দীর্ঘদিন ধরে সৈয়দপুরসহ এর আশেপাশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছিল। সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় মাদক ব্যবসায়ী মাহবুবুর রশিদ ইয়াবা কেনা-বেচার জন্য এ দিন উল্লেখিত এলাকায় অবস্থান করছেন। র্যাবের ওই চৌকসদল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টকালে গ্রেপ্তার করা হয় মাহবুব রশিদকে । এ সময় তার হাতে থাকা ব্যাগ হতে উদ্ধার করা হয় ২৭৫ পিস ইয়াবা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে