দিনাজপুরের পার্বতীপুর যশাই রেলক্রসিং এলাকায় বালু বোঝাই একটি ট্রাকের সাথে দিনাজপুরগামী যাত্রীবাহী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
এতে ওই ট্রেনের ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে গেছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ঘন কুয়াশার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনায় ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ৩ জন সামান্য আহত হয়েছেন। দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।