ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এম.বি রিয়াদ, ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে আনন্দ র্যালি শুরু করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। পরে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দিকী আরাফাত, আল আমিন জোয়ার্দার, শাহজালাল সোহাগ, ফাহিমুর রহমান সেতুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তারা শাখা ছাত্রলীগের টেন্ডে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এ ছাড়া বেলা সাড়ে ১২ টায় শাখা ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগের একাংশ। এসময় শাহিন, হাফিজ, তরুন, শিপন, আশিক, নাসিম, অঙ্কন সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment