মাঠে গড়ানোর আগে যুব বিশ্বকাপে হানা দিয়েছে করোনা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের চার ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
সোমবার পিসিআর টেস্টে তাদের করোনা ধরা পড়ে। চার ক্রিকেটারের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট জিম্বাবুয়ে। আক্রান্ত ক্রিকেটাররা ভালো আছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই।
আগামী ১১ জানুয়ারি সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। তার আগে ৯ জানুয়ারি কানাডার বিপক্ষে খেলার কথা রয়েছে। তবে আক্রান্ত খেলোয়াড়দের অন্য খেলোয়াড়দের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে। তারা যতোদিন সেরে না উঠবেন ততোদিন দল থেকে দূরে থাকবেন।
চলতি মাসের ১৫ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।