তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
শনিবার (১লা জানুয়ারি) সকালে উপজেলার বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ে আনুষ্টানিভাবে শিক্ষার্থীদের হাতে ২০২২ইং সালের নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুন সিন্ধু চৌধুরী বাবুল। এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবীর, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দোলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রুকন তালুকদার প্রমূখ।
এছাড়াও উপজেলার তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,বাদাঘাট পাবলিক উচচ বিদ্যালয়,জয়নাল আবেদিন বালিকা বিদ্যালয়,বাদাঘার সরকারী প্রাথমিক বিদ্যালয়,
মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্টানে আনুষ্টানিকভাবে বই বিতরণ করেন।