আরিফুর রহমান, ঝালকাঠি:
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন সরকারি সৈয়দ হাতেম আলি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামান মনির।
বুধবার (২৯ ডিসেম্বর ) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেয়া হয়।
এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের পদায়ন না করা পর্যন্ত বর্তমান পদে তারা দায়িত্ব পালন করবেন। এছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর কর্তৃক প্রকাশিত নির্দেশনা অনুযায়ী কর্মকর্তাদের বিমুক্তি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।