মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর পৌরসভার আয়োজনে মহান বিজয় দিবস,বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের বিজয়ী বীর সম্মাননা ২০২১ প্রদান ও প্রতিযোগিতা পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকালে পৌরসভার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল, স্থানীয় সরকার মাদারীপুরের উপ-পরিচালক আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খলীলুর রহমান খান, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিকবৃন্দ ও অন্যান্যরা।