শীত উপেক্ষা করে চুয়াডাঙ্গার চারটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা পর্যন্ত আলুকদিয়া ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রবিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর ও শংকরচন্দ্র ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এরমধ্যে শংকরচন্দ্র ইউনিয়নে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোটগ্রহণ করা হচ্ছে।
ভোটাররা বলছেন, শীতের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে।
নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সকাল ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।