ওমিক্রনের সংক্রমণের কারণে দেখা দিয়েছে ফ্লাইট বিপর্যয়। বিশ্বজুড়ে প্রায় আড়াই হাজার ফ্লাইট বাতিল হয়েছে। শুধু অস্ট্রেলিয়াতেই ১শ’টির বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে।এছাড়া অনেক দেশেই কড়া বিধিনিষেধ আরোপ হয়েছে। আবারও ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ইটালি, স্পেন ও গ্রিস।স্পেনের কাতালোনিয়ায় রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে।
কঠোর লকডাউনে গেছে নেদারল্যান্ডস। যুক্তরাজ্য, ফ্রান্স ও ইটালিতে একদিনে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে।