বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, জাতীয় দলের ড্রেসিং রুমে স্বাস্থ্যকর পরিবেশ ফেরাতে বদ্ধপরিকর তিনি। শুক্রবার (২৪ ডিসেম্বর) মিরপুরে বোর্ড সভা শেষে তিনি একথা জানান।
এসময় জালাল ইউনুস বলেন, ক্রিকেট পরিচালনার প্রথম কাজ জাতীয় দল সম্পর্কিত। আমি জাতীয় দলের ড্রেসিং রুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই। ওটাই আমার লক্ষ্য। এখানে টিম ম্যানেজমেন্ট, স্টাফ, ক্রিকেটারদের নিয়ে যদি স্বাস্থ্যকর পরিবেশ থাকে, সেটা আমাদের ভালো করতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, ক্রিকেটের স্বার্থে যে কোনো পদক্ষেপ আমি নেব। কিন্তু অনেক সময় এমন হয় যে পরিস্থিতিটা অনুকূলে থাকে না। তাই এখন আমি শুধু সবকিছু সঠিক দিকে আনার চেষ্টা করব। এটা খুব কঠিন কিছু নয়। এটা ভুল বোঝাবুঝির জন্য হয়। এখানে যদি আমরা ঠিক করে ফেলতে পারি তাহলে কোনো সমস্যা হবে না আশা করি।