মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় তনাই আকন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলা ছিলারচর ইউনিয়নের মৃধার মোড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহত তনাই সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর এলাকার বাসিন্দা।
এলাকা ও পুলিশ সুত্রে জানা যায়, শিবচরগামী একটি খড় বোঝাই ট্রাকের সঙ্গে খোয়াজপুরগামী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি ভ্যানের উপরে উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালক তনাই আকন মারা যায়। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। তবে পরিবারের অনুরোধে মৃতদেহ তাদের বুঝিয়ে দেয়া হয়। ট্রাকটি আটক করা হলেও চালক কৌশলে পালিয়ে যায়।