জসিম উদ্দীন (কলমাকান্দা) নেত্রকোণাঃ নেত্রকোণার কলমাকান্দায় কর্মরত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এপির উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও এপি প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু, সাংবাদিক জাফর উল্লাহ প্রমুখ ।
অনুষ্ঠানে ৫০ বছর পূর্তির কেক কাটা সহ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, ওয়াশ, শিক্ষা ও শিশু সুরক্ষার উপর সংস্থার সার্বিক কর্মকান্ডের ফিরিস্তি উপস্থাপন করেন এপি ম্যানেজার পরিতোষ রেমা।