স্টাফ রিপোর্টার : ১০ বোতল ভারতীয় মদসহ মো. আক্কাস আলী (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ। এরআগে গত শনিবার দিনগত রাত পৌনে একটার দিকে দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা সমলাভিটা এলাকার জন্নাতুল হারানিয়া মহিলা মাদরাসা সামনে থেকে ফান্দাবাজার যাওয়ার সময় পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় মদের ব্র্যান্ডের মধ্যে রয়েছে ‘রয়েল স্টেজ ৭৫০ এমএল’ ও ‘রয়েল স্টেজ বেøন্ডেড হুসকী’। এগুলোর বাজারমূল্য ৩০ হাজার টাকা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।
মো. আক্কাস আলী জেলার দুর্গাপুর উপজেলার মেনকীফান্দা গ্রামের শুক্কুর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. মাহবুব মিয়া (২৫) ও মৃত সাইদুর রহমানের ছেলে মানিক মিয়া (৩০) এই দুজনের একাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তারা দুজন পলাতক রয়েছে বলে জানান নেত্রকোনা ডিবির ওসি মো. রফিকুল ইসলাম।
তিনি আরো জানান, শনিবার দিনগত রাত সোয়া ১১টার দিকে দুর্গাপুর হাসপাতালে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারি উপজেলার চকলেঙ্গুরা সমলাভিটা এলাকার জন্নাতুল হারানিয়া মহিলা মাদরাসা সামনে হতে দুর্গাপুরের ফান্দা বাজার যাওয়ার পথে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি ভারতীয় মদ বিক্রির জন্য অবস্থান করছে। সেখানে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানের সময় পালানোর সময় আক্কাস আলীকে আটক করত সক্ষম হই এবং অজ্ঞাত ২-৩ জন কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্কাস দুজনের নাম বলেছে এবং বিশেষ ক্ষমতা আইনে মামলায় তাকে আজ (রবিবার) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে জানান তিনি।