রোটারি গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেছেন, অসহায় মানুষের পাশে থেকে রোটারি কাজ করে যাচ্ছে। লাখো মানুষের কল্যাণার্থে দেশব্যাপী সংগঠনের নানা কার্যক্রম চলছে। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রোটারি পাবলিক ইমেজ সেমিনারে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ক্রিকেটের আইকন মাশরাফি বিন মর্তুজাকে রোটারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ, রোটারি ইমেজ বিল্ডার্স অ্যাওয়ার্ড ও রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তনের কথা ঘোষণা করেন গভর্নর ফারুকী। এ ছাড়া তিনি মিস বাংলাদেশ উম্মে জামিলাতুন নাইমাকে রোটারির পরিবেশ অ্যাম্বাসাডর নিয়োগের কথা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারির ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী, সাবেক গভর্নর মাগফুর উদ্দীন আহমেদ, শওকত হোসেন, তাইউব চৌধুরী, খায়রুল আলম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ম. হামিদ, ইবরাহিম জায়েদ পিনাক, দিন মোহাম্মদ সেলিম প্রমুখ।