বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার সপক্ষে কথা বলতে হবে, পণ্ডিত হলেই কেউ বুদ্ধিজীবী হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রজন্ম ৭১ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের ৫০ বছর: আমাদের যত অর্জন ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমরা দায় মুক্ত হতে চাই বুদ্ধিজীবীদের তালিকা যদি করতে না পারি, তবে দায়মুক্ত হবো না। আমরা দায় এড়াতে চাই না, পূর্ণ তালিকা প্রকাশ করতে চাই। আপনাদের অনুরোধ করবো, কারও কাছে কোনও তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করুন।’
মন্ত্রী বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি এখনও চলছে। গত ২৬ মার্চ নরেন্দ্র মোদি এলে তখন ধর্মের নামে হেফাজত ইসলাম যা করেছে তা আপনারা দেখেছেন।আমরা যারা দেশ জয় করেছি, তারা জয়ের আনন্দে সব ভুলে গেছি। অথচ পাকিস্তানের দোসররা পরাজয়ের গ্লানি ভুলে যাননি। তারা এখনও এ দেশেই আছেন। আল বদর, আল শামস, এরা এখনও আমাদের মাঝে রয়ে গেছে। এদের তালিকা করতে আমরা ব্যর্থ হয়েছি। তালিকা না করতে পারায় এরা আমাদের মাঝে মিশে গেছে।
দ্যা মেইল বিডি/খবর সবসময়