হাসান আল সাকিব, রংপুর থেকে: রংপুরে গঙ্গাচড়ায় আসন্ন ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলার ৫টি ইউনিয়ন থেকে তা নৌকার বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার(১১ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী সাজু, সদস্য আল সুমন আব্দুল্লাহ, জিল্লুর রহমান ও উপদেষ্টা সদস্য মাহবুবার রহমান তারা।
আজিজুল ইসলাম বলেন, আসন্ন ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে এ পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত (৮ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে তাদেরকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের আদেশ তাদেরকে পত্রের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে।