অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হিসেবে দুর্দান্ত শুরু করলেন প্যাট কামিন্স। গ্যাবা টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়ে নিলেন অজিরা। চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের পর পরই নিজেদের জয় সুনিশ্চিত করে কামিন্স বাহিনী। ব্রিসবেনের গ্যাবাতে দ্বিতীয় দিনটা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু তৃতীয় দিন খেলা ঘুরে গেল। দুর্দান্ত লড়াইয়ে টেস্টে প্রত্যাবর্তন করল ইংল্যান্ড। জো রুট ও ডেভিড মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেট হারিয়ে ২২০ রান। এখান থেকেই চতুর্থ দিন ব্যাট করতে নামে ইংল্যান্ড। স্বাগতিকদের থেকে তারা ৫৮ রানে পিছিয়ে ছিল। কিন্তু চতুর্থ দিনের শুরুতে মালান যোগ করেছেন ২ রান ও রুট আরও ৩ রান যোগ করেই আউট হয়ে যান। এরপর আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২৯৭ রানেই অলআউট হয়ে যায় ইংলিশরা। মালান ৮২, জো রুট ৮৯, হাসিব হামিদ ২৭ ও জস বাটলার করেন ২৩ রান। এতে অজিদের সামনে মাত্র ২০ রানের জয়ের লক্ষ্য দাঁড়ায়।
২০ রানের লক্ষ্যে অ্যালেক্স ক্যারি এবং মার্কাস হ্যারিসকে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ক্যারি ২৩ বলে ৯ রান করে ফিরেন রবিনসনের শিকার হয়ে। ক্যারি ফিরলে মার্নাস লাবুশেন আসেন ক্রিজে। ক্যারি ফেরার পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে অজিদের ৯ উইকেটের জয় এনে দেন হ্যারিস। তিনি ১০ বলে করেন ৯ রান আর লাবুশেন কোনো বল না খেলেই অপরাজিত থাকেন।এর আগে প্রথম ইনিংসে প্যাট কামিন্সের ৫ উইকেটে ইংল্যান্ডকে ১৪৭ রানে অলআউট করে দেয় অজিরা। ওই ইনিংসে ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার। জবাবে ট্রাভিস হেডের ঝড়ো ১৫২, ডেভিড ওয়ার্নারের আক্ষেপের ৯৪ আর লাবুশেনের ৭৪ রানে ভর করে ৪২৫ রান তোলে অস্ট্রেলিয়া। আর লিড নেয় ২৭৮ রানের।