শীতল যুদ্ধ চলছে ন্যাটো ও রাশিয়ার মধ্যে। জানা গেছে, সম্প্রতি ন্যাটোর কাছে একটি দাবি জানিয়েছিল রাশিয়া। কিন্তু এর ন্যাটোর সেক্রেটারি জেনস স্টলটেনবার্গ সেই দাবি এক কথায় নাকচ করেছেন।
গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে ন্যাটো একটি প্রতিশ্রুতি দেয় ইউক্রেন এবং জর্জিয়াকে। বলা হয়, এই দুই দেশ একদিন এই পশ্চিমা সামরিক জোটের সদস্য হবে। এই প্রতিশ্রুতি বাতিল করতে বলেছিল রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ন্যাটোর উচিত আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালে ইউক্রেন এবং জর্জিয়াকে দেওয়া প্রতিশ্রুতি বাতিল করা। জবাবে স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের সাথে ন্যাটোর সম্পর্কের সিদ্ধান্ত নেবে সংগঠনটির ৩০ দেশ, বাইরের কেউ নয়।