নানা জল্পনা-কল্পনার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গতকাল বৃহস্পতিবার ভারতের রাজস্থানের যোধবপুরের সোয়াই মাদোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে রাজকীয় আয়োজনে বিয়ের আসর বসে তাদের। কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত নেই প্রাক্তন প্রেমিক সালমান খান।
জানা যায়, ‘দা-বাং’ ট্যুরে অংশ নিতে সৌদি আরব গিয়েছেন ভাইজান। যাওয়ার আগে বিমানবন্দরে হাত নাড়িয়ে ফটোসংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সালমান।
ব্যক্তিগতভাবে ক্যাটরিনার সঙ্গে সালমানের বেশ সখ্যতা। সিনেমার পাশাপাশি বাস্তবেও তাদের রসায়ন ভক্তদের নজর কেড়েছে। সালমানের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন ক্যাটরিনা। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। দেখে বোঝার উপায় নেই তাদের মাঝে প্রেম-বিচ্ছেদের পর্ব অতিবাহিত হয়েছে।