পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তারেক আকন্দ (২৯) কে গ্রেফতার করেছে। শুক্রবার (১০ই ডিসেম্বর) রাতে উপজেলার হাটখোলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে উপজেলার রতনপুর গ্রামের এনামুল আকন্দের ছেলে।
র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার তৌকির জানান, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার শ্রীমন্তপুর হাটখোলা বাজার হতে গ্রেফতার করা হয়। সে জিআর ১৮৬/২০১২(জয়), প্রসেস নং-১০৮৯/২১, তারিখঃ ২১/১১/২০২১খ্রিঃ, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৩ (খ) মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। পরে গ্রেফতারকৃত আসামীকে পাঁচবিবি থানায় জিডি মূলে হস্তান্তর করা হয় ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment