ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ টি ইউনিয়নে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা উপজেলা কৃষি অফিসার আকরাম হোসেন এর নিকট ১ নং ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান পদে ১। নৌকা প্রতিক সেকেন্দার আলী মোল্লা, ২। হাবিবুর রহমান
৩। শাহীন এমডি আল আমিন ৪। এ এস এম ফেরদৌস কামাল ৫। রেজাউল করিম খান
২ নং মির্জাপুর ইউনিয়নে ১। নৌকা প্রতিক নিয়ে ফিরোজ আহমেদ ২। বিপুল হোসেন ও শহিদুল ইসলাম ৩ নং দিগনগর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে জিল্লুর রহমান তপন ২। এ বি এম মুক্তারুজ্জামান ৩। শাহনাজ পারভীন শাপলা ৪। ইদ্রিস আলী, ৫ নং কাঁচেরকোল ও ৬ নং সারুটিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ আলম এর নিকট নৌকা প্রতিক নিয়ে সালাহউদ্দিন জোয়ার্দার মামুন ২। আমিরুল ইসলাম ৩। আমজাদ হোসেন ঝন্টু ৪। আবু বকর সিদ্দিকী ৫ । ইলিয়াস আলী ৬। মিনু খাতুন ৭। ইউসুফ আলী ৮। আবু বকর জামাল এবং ৬ নং সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মাহমুদুল হাসান মামুন ২। জুলফিকার কায়সার টিপু ৩। শিহাব উদ্দিন ৪। দুনিয়া খাতুন ৫। মাহমুদুল ইসলাম ৬। সোনিয়া খাতুন, ও ৭ নং হাকিমপুর ৮নং ধলহরাচন্দ্র ও ১৩ নং উমেদপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার এর নিকট ৭ নং হাকিমপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে শিকদার কামরুজ্জামান জিকু ২। মনিরুজ্জামান ৩। হামিদুল ইসলাম ৪। আব্দুল গনি, এবং ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মতিয়ার রহমান বিশ্বাস একক প্রার্থী হিসেবে ১৩ নং উমেদপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে সাব্দার হোসেন মোল্লা ও আব্দুল্লাহ শেখ এছাড়া ১০নং বগুড়া ও ১১ নং আবাইপুরের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাইল হোসেন এ-র নিকট ১০ নং বগুড়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে শফিকুল ইসলাম শিমুল ২। হাজ্বী আশরাফুল ইসলাম ও ১১ নং আবাইপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধা ২। হেলাল উদ্দিন বিশ্বাস ৩। পপি খাতুন ৪। ইখতিয়ার উদ্দিন, ১৪ নং দুধসর ও ১৫ নং ফুলহরি ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান এ-র কাছে ১৪ নং দুধসর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে শাহাবুদ্দিনের সাবু ২। সোয়ুব আলী জোয়ার্দার ৩। তাদের মনোনয়ন পত্র জমা করেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment