ভোলায় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু(৩২) হত্যার প্রধান আসামী এবং এজাহারভূক্ত আসামি জামাল হোসেন চকেট ওরপে চকেট জামালকে আটক করেছে পুলিশ।রোববার (৫ ডিসেম্বর) ১১টায় প্রেস কনফারেন্স এর মাধ্যমে এ তথ্য জানান ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকালে ভোলা সদর উপজেলার নাসিরমাঝি এলাকার মেঘনা নদীতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু নিহত হন। এ ঘটনায় টিটুর ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। টিটু হত্যা মামলায় পুলিশ এর আগে আবিল বাশার নামে অপর এক আসামিকে গ্রেফতার করেছে। এই মামলার ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ঢাকার মহাখালীর দারুস সালাম এলাকা থেকে চকেট জামালকে গ্রেফতার করে পুলিশ। প্রেস ব্রিফিং শেষে প্রধান আসামী চকেট জামালকে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।