মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্র পথে ট্রলার যোগে ইতালী যাওয়ার পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে ট্রলার ডুবিতে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী গ্রামের সাব্বির খান ( ২০ ) ও বড়াইলবাড়ী গ্রামের সাকিব তালুকদার ( ২১) মারা গেছেন।
রোববার তাদের মারা যাওয়ার খবর বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী গ্রামের আবুল কালাম খানের ছেলে সাব্বির খান ও বড়াই গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে সাকিব তালুকদার সহ বেশ কযয়েকজন ৬ মাস পূর্বে ইতালী যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। শনিবার তাদের লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ট্রলারে যাত্রা করায় দালালচক্র। রাত ৮টার দিকে তিউনিসিয়ায় ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে মারা যান সাব্বির ও সাকিব। পরে সাব্বির ও সাকিরের মারা যাবার বিষয়টি মোবাইলে জানায় দালালচক্রের সদস্যরা।
সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের দালালচক্রের সক্রিয় সদস্য সেকেন মোড়লের ছেলে আতিবর মোড়ল (ইতালী প্রবাসী) ও কাশেম মোড়ল এবং পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ী গ্রামের কবির মীরা ছেলে সবুজ মীরা (ইতালীবাসী) ও সুমন মীরা ইতালী নেয়ার কথা বলে প্রত্যেকের পরিবারের কাছ থেকে সাড় ৯ লাখ টাকা করে নেয়।
নিহত সাব্বিরের মা নাজমা বেগম বলেন, আমার ছেলেকে যারা মেরে ফেলছে তাদের কঠিন বিচার চাই। তাদের ফাঁসি চাই।
নিহত সাকিব তালুকদারের বাবা হাবিবুর রহমান তালুকদার বলেন, দালালদের এখন ফোন দিলে আর ফোন রিসিভ করেনা। নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও একটি রাখেনি তারা। আমি তাদের কঠিন বিচার চাই।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, দুই যুবক মারা গেছে এমন খবর এখনো পাওয়া যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।