আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় “উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও গুজব- সন্ত্রাস মোকাবেলায় জনসচেতনতার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনষ্ঠিত হয় ।
গতকাল শনিবার (১৩ নভেম্বর) ২ নং কুর্শা ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত সভা আয়োজন করেন তারাগঞ্জ উপজেলা হেযবুত তওহীদ।
গণাধ্যমকর্মীদের সাথে মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু , দৈনিক ভোরের দর্পণের আরিফ শেখ , দৈনিক তিস্তার খলিলুর রহমান খলিল , ভোরের কাগজের সিরাজুল ইসলাম বিজয় , প্রথম খবরের তারাজুল ইসলাম , দৈনিক দেশসেবার ইমরান প্রামাণিক , দৈনিক পরিবেশের সুমন ইসলাম, দৈনিক দরবারের নাহিদুজ্জামান নাহিদ , আব্দুল মালেক , বিপ্লব, রাজ্জাক, লেবু , দ্বিপক প্রমুখ ।
উক্ত মতবিনিময় সভায় হেযবুত তওহীদ সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রংপুর জেলা সভাপতি আব্দুল কুদ্দুস শামীম , নীলফাারী জেলা সভাপতি নুর আলম সরকার,তারাগঞ্জ উপজেলা সভাপতি লাল মিয়া, সদস্য আব্দুল ওহাব মিন্টু , সদস্য আলহাজ্ব আবুল কালাম , নুরুজ্জামান প্রমুখ।