চলতি বিশ্বকাপে বারবার স্কুপ আর রিভার্স সুইপে মুশফিকের আউট নিয়ে সমালোচনা কম হয়নি। তারপরও তিনি স্কুপ খেলা ছাড়েননি তিনি। আর এই স্কুপ শটেই বৃহস্পতিবার পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় করেন অজি তারকা ম্যাথু ওয়েড। তবে শুধু এবার নয়, এর আগেও স্কুপ শটে কপাল পুড়েছে পাকিস্তানের।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর দেওয়া যাক। ফাইনালে মুখোমুখি ভারত আর পাকিস্তান। সেবার সবাই ধরে নিয়েছিলেন, পাকিস্তানই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। কিন্তু যোগিন্দরের ফুল লেংথ বল শর্ট ফাইন লেগের উপর দিয়ে মিসবাহ ইল হক স্কুপ খেলতে যান। ব্যটে-বলে একেবারেই হয়নি। বল সোজা চলে যায় শান্তাকুমারান শ্রীশান্তের হাতে। পাকিস্তান ৫ রানে হেরে যায়। বিশ্বকাপ জিতে যায় মহেন্দ্র সিং ধোনির ভারত।
১৪ বছর পর বৃহস্পতিবার রাতে পাকিস্তানকে হারাতে শেষ দুই ওভারে ২২ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ১৯তম ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ফেলেন হাসান আলি। শাহিন আফ্রিদির পরের বলটি ইয়র্কার লেংথের একটু আগে পড়লে ওয়েড শর্ট ফাইন লেগের উপর দিয়ে ছক্কা মারেন। পরের বলে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারেন ওয়েড। এরপর আরও একটি ইয়র্কার দিতে যান আফ্রিদি। ওয়েড এই বলটিও স্কুপ করে ছক্কা মারেন। এক ওভার বাকি থাকতে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান।