আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দিনী ৩ নামক একটি তেলের জাহাজে আগুন লেগে কামুরুল ইসলাম নামে জাহাজের সুকানির মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন ৭ জন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার (১২ নভেম্বর ) সকাল ৮ টার দিকে সুগন্ধা নদীতে নোঙর করা ‘ওটি সাগর নন্দিনী নামক ওই তেলের জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে জাহাজের ইঞ্জিনরুমের পাম্পে কাজ করার সময় বিকট শব্দে আগুন লাগে। আগুন তখন সারা জাহাজে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে একজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ জাহাজ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের পর জাহাজের তলা ফেটে গেছে। জাহাজে সাড়ে ৮ লাখ লিটার ডিজেল ছিল। জাহাজটি ক্রমেই নদীতে ডুবে যাচ্ছে।’হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।