ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বুধবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্টদের সহনশীলতা প্রয়োজন। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইন শৃংখলা বাহিনী ও ইসি সবাই একটিভ। তবে ঘটনাগুলো হয় তাৎক্ষণিক উত্তেজনার কারণে। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। একই সঙ্গে রাজনীতিক দল ও অংশগ্রহণকারীদের সহনশীল হতে হবে।
আগামীকালের (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আশা করি, উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।