স্টাফ রিপোর্টার : ‘মুজিবর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সপ্তাহের শুভ উদ্বোদন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ অগ্নিকান্ডের মহড়া ও অগ্নি নির্বাপক যন্ত্রপাতি পরিদর্শন করেন।
এ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কামরুল হাসানের সঞ্চালনায় এবং উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন পিএফএম (এস) এর সভপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মো. নজরুল ইসলাম খান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।
এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তাগণ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।