কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : সমাজে শুধু কমিউনিটিং পুলিশ বা পুলিশ নয়। আমরা সবাই মিলে সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চেষ্টা করতে পারি। সেটা শুরু করতে হলে সকল পরিবারকে লক্ষ্য রাখতে হবে তাদের সন্তানেরা কি করছে। আমার ছেলে ও তার বন্ধুরা বর্তমান পরিবেশে কি পর্যায়ে ও অবস্থায় সময় অতিবাহিত করছে। প্রতিটি পরিবার যদি মাদকাশক্তি কিংবা উচ্ছৃংখলতা এসব বিষয় বন্ধ বা যত্মবান হতে পারে তাহলে সমাজে শান্তি বিরাজ করবে। এজন্য কমিউনিটি পুলিশিং বা পুলিশের পাশাপাশি প্রত্যেক পরিবারকে আইনের প্রতি শ্রদ্ধা থাকা দরকার।
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর আলোচনা অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এ কথা বলেছেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নেত্রকোনা পৌরশহরে মোক্তারপাড়াস্থ পাবলিক হল মিলনাতয়নে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একই স্থান হতে বর্ণাঢ়্য র্যালি বের হয়। প্রধান প্রধান প্রদক্ষিণ করে এখানে এসে দিবসটি উপলক্ষে বেলুন উড়ান ও কোভিড-১৯ সচেতানায় মাস্ক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
আলোচনায় সভায় নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চলানায় স্বাগত বক্তব্য দেন কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক সাইফুর রহমান। কমিউনিটিং ডে উপলক্ষে আইজিপি পুরস্কারে ভূষিত হন মডেল থানার উপপরিদর্শক ত্রিদিপ কুমার বীর ও সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ সাহিত্য সমাজের সাইফুল্লাহ এমরানকে ক্রেস্ট ও সনদ তুলেন দেন প্রতিমন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কজি মো. আবদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকার, কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি সিধাংশু বিকাশ আচার্য্য, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম প্রমুখ। এতে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।