আজ সোমবার (২৫অক্টোবর) দুপুর ২টায় বিশব্বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সাধারণ শিক্ষার্থীরা বলেন,গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য বলা হয়েছে। কিন্তু আমদের ফরম ফিলাপের ক্রেডিট ফি,কেন্দ্র ফি ও প্রবেশপত্র ফি অপরিবর্তিত রয়েছে। যা ২০১৯ সালে ভিসি বিরোধী আন্দোলনের দাবি সমূহের সাথে প্রাসঙ্গিক।
তিনি আরো বলেন এই জন্য আমরা আজ মাননীয় ভিসি স্যার বরাবর স্মারকলিপি প্রদান করেছি।
স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীরা দুই কার্য দিবসের মধ্যে সাত দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন
সাত দফা সমূহ হলঃ-
২.কেন্দ্র ফি বাতিল করতে হবে।
৩.হলের সিট ভাড়া ১৫০ টাকা করতে হবে।
৪.বিভাগ উন্নয়ন ফি বাতিল করতে হবে।
৫.বাস ভাড়া (পরিবহন) ৩০০টাকা করতে হবে।
৬.লাইব্রেরি, চিকিৎসা ও কম্পিউটার ফি কমাতে হবে
৭.সেবা বর্জিত অমূলক ফি সমূহ বাতিল করতে হবে
উল্লেখ্য গতকাল পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ফরম ফিলাপের ক্রেডিট ফি,কেন্দ্র ফি ও প্রবেশ পত্র ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশন করার জন্য বলা হয়েছে।