শুক্রবার সকালে ওই বিদ্যালয় বন্ধ থাকার সুযোগ বুঝে গোয়ালবাড়ি গ্রামের আব্দুল মালেক ওই বিদ্যালয়ের পিছনে অবস্থিত একটি শিমুল গাছ বিক্রি করেন ।
কাঠ ব্যবসায়ী সেরাজুলের কাছে জানতে চাইলে বলেন, আমার কাছে ওই গাছ মালেক বিক্রি করেছে। তাছাড়া টাকা দিয়ে গাছটি কিনেছি। আমিতো চুরি করিনি, তাই কেটেছি এবং তা গোলাই করে বিক্রি করেছি। এতে আমার কেউ কিছুই করতে পারবে নাহ।
গোয়ালবাড়ি গ্রামের আব্দুল মালেক বলেন, আমার বাবার জমিতে গাছ তাই আমি বিক্রি করেছি। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে হলে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে।
প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন , আমি নিষেধ করেছি, তারপরও আব্দুল মালেক গায়ের জোরে গাছটি বিক্রি করে দেয় সেরাজুল পাইকারের কাছে । পুরো ঘটনাটি টিও স্যারকে জানিয়েছি।
ওই বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য সেকেন্দার জানান, ঘটনার সত্যতা আছে, তবে আমি অনেক লড়াই করে সভাপতি হয়েছি। আমার সামনে নির্বাচন এখন কিছু বলা যাবে নাহ।
শিক্ষা অফিসার আঞ্জুমানয়ারা বেগম বলেন, মৌখিকভাবে আমাকে প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেন, পুরো বিষয়টি এটিও আব্দুর রাজ্জাকে দেখার জন্য বলেছি।