সোমবার তৃতীয় দফায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে তলব করা হল অনন্যা পাণ্ডেকে। সূত্রের খবর, এনসিবি আধিকারিকেরা জানিয়েছেন, চাঙ্কি পাণ্ডের কন্যা তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন।
বৃহস্পতিবার প্রথম দফায় ২ ঘণ্টার বেশি সময় ধরে আরিয়ান খানের বাল্যবন্ধু অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। শুক্রবার প্রশ্নোত্তর পর্ব চলেছে চার ঘণ্টার বেশি। সোমবার কী হয়, এখন তা-ই দেখার অপেক্ষা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, দু’দিনই এনসিবি-র বলে দেওয়া সময়ের বেশ কিছু ক্ষণ পরে দফতরে পৌঁছেছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর অভিনেত্রী। এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল অশোক জৈন জানিয়েছেন, সোমবার সকাল সকাল অনন্যাকে এনসিবি-র দফতরে পৌঁছে যেতে বলা হয়েছে।