সহজে রেহাই পাচ্ছেন না আরিয়ান খান। শাহরুখ-পুত্রকে আরও আরও কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
আরিয়ান খানকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে রাখবে না এনসিবি। রবিবার তদন্তকারী সংস্থার তরফে এমনই জানানো হয়েছিল। ঠিক ছিল, সোমবার আরিয়ানের আইনজীবী তাঁর জামিনের আবেদন করবেন। কিন্তু আপাতত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে এনসিবি।
আরিয়ান-সহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে হেফাজতে রাখারও পরিকল্পনা রয়েছে তাদের। আরিয়ানের সঙ্গে প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন তাঁরাও। সূত্র: আনন্দ বাজার পত্রিকা