সুনামগঞ্জ প্রতিনিধি:
তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার, তথ্যেই শক্তি, তথ্যই মুক্তি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে সুজন সু-শাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হলরুমে এ সভা হয়।
সুজন- সুশাসনের জন্য নাগরিক, সুনামগঞ্জ জেলা কমিটির সিনিয়ির সহসভাপতি হায়দার আলীর সভাপতিত্বে ও জেলা সুজনের নির্বাহী কমিটির সদস্য, প্রথমআলো নিজস্ব প্রতিবেদন খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গোল টেবিলে আলোচনায় অংশ নেন, সুনামগঞ্জ জেলা আইনজবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, সৈয়দ মুহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সহসভাপতি নাদির আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফৌজিআরা শাম্মী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সলতানা কেয়া, সুনামগঞ্জ পৌর সভার মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, জাতীয় পার্টির জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি একে কুদরত পাশা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সুজনের সহ সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ সদর উপজেলা সুজনের সভাপতি ফারুক আহমদ, জেলা সুজনের সদস্য মাইদুল ইসলাম খান, সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, জেলা সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আতাহের ইসলাম, আবু সাঈদ, অর্থ সম্পাদক ফারুক মিয়া, দপ্তর সম্পাদক শহীদ নুর আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলেনা আক্তার, সুজন সদর উপজেলা যুগ্মসাধারণ সম্পাদক আরফাত আজিজ সজিব , সদর উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান, মো. আশরাফ আলী, এহসানুল হক মাহি, মিনহাজুল হক রাহী, শাহবাব চৌধুরী, শাহ মামতি আদিব, জমু দাস, রেজাউল হক, সাংবাদিক সাইফ উল্লাহ প্রমূখ।
গোল টেবিলে বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান। মানুষের অবাধ তথ্য প্রাপ্তির অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা বিস্তৃত হওয়ায় ডিজিটাল বৈষম্যের কারণে কেউ যেন পিছিয়ে না থাকে এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলা হয়।