স্টাফ রিপোর্টার : নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে ডুবে শাহীন মিয়া (২৭) শ্রমিক নিখোঁজের খবর পাওয়া গেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে নদীর খেয়াঘাাটের উত্তরে এ ঘটনা ঘটে। শাহীন মিয়া উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া এলাকার মো. রুমালী মিয়ার ছেলে। নদীতে পাথর সংগ্রহ করেন এবং তা নৌকায় লোড ও পরিবহন কাজের শ্রমিক তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের নিখোঁজ শ্রমিকের উদ্ধারের চেষ্টা চালমান রয়েছে।
নিখোঁজের সহকর্মী স্বপন মিয়া জানান, পাথর লোড করে যাত্রাপথে নৌকা ডুবে যাওয়ার সময় শাহীন নদীতে পড়ে যায়। আমি নৌকাটিকে ডুবে যাওয়ার হাত রক্ষা করে পাড়ে তুলে আনার চেষ্টা করি। একপর্যায়ে শাহীন পানিতে তলিয়ে যায়। পরে পানিতে ডুব দিয়ে তাকে উদ্ধারে চেষ্টা করি। এরপর থেকে শাহীন নিখোঁজ রয়েছে।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম নদীতে শ্রমিক নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, এখন (সন্ধ্যা সোয়া ৭টা) পর্যন্ত নিখোঁজ রয়েছে শাহীন মিয়া।