স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত বৃহস্পতিবার বলেছিলেন, ‘শনিবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের কোভিড টেস্ট করা যাবে।’ তবে গতকাল এই টেস্ট করা না গেলেও এদিন রাতে বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব বসানোর কাজ শেষ হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, ‘শনিবার রাতেই বিমানবন্দরের ভেতরে ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। তবে কবে থেকে এই ল্যাবে নমুনা নেওয়া শুরু হবে তা বলতে পারবেন স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্যসেবা বিভাগের গঠিত দুই টেকনিক্যাল কমিটির লোকজন। তারাই পুরো প্রক্রিয়াটি দেখছেন।’