ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় অ্যাম্বুলেন্সে রোগীর সিটের ফোম কাভারের ভেতর থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান র্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব।
গ্রেফতাররা হলেন, মো. হাবিবুর রহমান লিটন (৪৩) ও মো. জাহাঙ্গীর আলম (৩৩)।
এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ এক হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়। এবং মাদক কাজে ব্যবহারকৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান তিনি।