আরিফুর রহমান, নলছিটি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার।
তার ৩৪ তম জন্মদিন উপলক্ষে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান সর্বস্তরের জনগণ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
ইউএনও রুম্পা সিকদার ১৯৮৭ সালের ১৯ সেপ্টেম্বর পিরোজপুর জেলার স্বরূপকাঠী থানার কুড়িয়ানা ইউনিয়নের কুড়িয়ানা গ্রামে হিন্দু সম্প্রদায়ের সিকদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ২০১৯ সালের ৮ জুলাই ইউএনও হিসেবে নলছিটিতে যোগদান করেন । তিনি প্রশাসনের ৩১ তম বিসিএস ক্যাডার।
জানা গেছে, তিনি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এ উপজেলার শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীতাঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।