স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা, ক্রীড়া প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ-এর আয়োজনে নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা কামরুন্নেছা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম, স্পেশাল এডুকেশন স্পেশালিস্ট ও ন্যাশনাল কোচ ড. মারুফ আহমেদ মৃদুল, বিদ্যালয়ের প্রধান শংকর সেন সহ স্পেশাল অলিম্পিক বাংলাদেশের কোচ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।