আরিফুর রহমান, নলছিটি :
ঝালকাঠি জেলার নলছিটি থানা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের তিনি নলছিটি থানায় পরিদর্শন করেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী সহ নলছিটি থানার পুলিশ কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপজেলার আইন শৃঙ্খলা সম্পর্কে খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি। পরে নলছিটি কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় করেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন।