আরিফুর রহমান, নলছিটি :
ঝালকাঠির নলছিটিতে সেচ্ছাসেবী দুই সংগঠনকে সংবর্ধনা দিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শাবাব ফাউন্ডেশন ও সামসুন্নার ফাউন্ডেশনের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয় ।
এসময় শাবাব ফাউন্ডেশনের সভাপতি মুফতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুফতি হানজালা নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক ও শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাদাত ফকির, সাংবাদিক মিলন কান্তি দাস, নলছিটি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিদের দাফন কাফন করায় শাবাব ফাউন্ডেশন ও করোনায় আক্রান্ত ব্যক্তিদের ফ্রি অক্সিজেন সেবা দেওয়ায় শামসুন্নাহার ফাউন্ডেশনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।