কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় পৃথক পৃথক অভিযানে ৬৩ লক্ষ ২৪ হাজার ৯৭০ টাকা মুল্যমানের ভারতীয় বিভিন্ন রকমের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দৃকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৫২০ কেজি (৬২ বস্তা) চা পাতা, ২০ পিস, হিরা লেহেঙ্গা, ১০০ পিস লতিকা শাড়ী, ৭৯ পিস প্রিয়া থ্রিপিস, ৫০ পিস নরমাল থ্রিপিস, ৮০৪০ পিস স্কীন শাহীন ক্রীম, ৫৭০ পিস ফেয়ার এন্ড লাভলী, ৩১৬ পিস পন্ডস ফেস ওয়াস, ৩২৮০ পিস ক্লিন কেয়ার ফেস ওয়াস, ৬০ পিস ফগ বডি স্প্রে, ৪৪০ পিস ফেমা সাওয়ার জেল ও ৩০৯ পিস পন্ডস হোয়াইট বিউটি ক্রীম। তবে পৃথক পৃথক অভিযানে কোন চোরকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলাবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এএসএম জাকারিয়া।
তিনি জানান, দুর্গাপুর উপজেলার লক্ষীপুর ও ভরতপুুর এলাকা হতে জব্দকৃত শাড়ী ও কসমেটিক্স সিজার মূল্য ৫১ লক্ষ ৯০ হাজার ৯৭০ টাকা এবং কলমাকান্দার লেংগুরা নাম স্থান হতে জব্দকৃত ২৫২০ (৬২ বস্তা) কেজি চা পাতার মূল্য ১১ লক্ষ ৩৪ হাজার টাকা। ভারতী এসব পণ্যের মধ্যে চা পাতা ধ্বংসের জন্য ৩১ বিজিবির সদরে কার্যালয়ে রক্ষিত আছে। অন্যান্য চোরাচালানকৃত ভারতীয় পণ্য জেলা কাষ্টমস অফিসের জমা দেয়া কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।