কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের পৃষ্টপোষক এবং জেলা সাহিত্য সমাজের সভাপতি মরহুম কবি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর রচনাসমগ্র প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা পাবলিক লাইব্রেরী মিলনাতয়নের মরহুম কবির প্রকাশন উৎসব অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান রচনাসমগ্র প্রকাশনার বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে এক আলোচনা সভায় স্বাগত বক্তব্যে মরহুম কবির রচনাসমগ্রের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি সরোজ মোস্তাফা।
এতে মরহুম কবির স্মরণে আলোচনায় বক্তব্য রাখেন, মরহুম কবির সহধর্মিনী নুসরাত চৌধুরী, নেত্রকোনা প্রেসক্লাস সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু আক্কাছ, প্রেসক্লাব সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, লোক গবেষক আলী আহমেদ আইয়্যুব, অ্যাডভোকেট সানোয়ার হোসেন ভূইয়াসহ আরো অনেকে।
নেত্রকোনা সাহিত্য সমাজের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী দিনগত রাত ৩টার দিকে রাজধানীর ল্যাবএইচ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি সদর উপজেলার মদনপুর শাহ সুলতান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি, দুর্বার গোষ্ঠীর সভাপাতি, জনউদ্যোগের আহবায়ক, জেলা রোভার স্কাউটের সম্পাদকসহ রেড ক্রিসেন্ট, শিল্পকলা একাডেমি, হিমু পাঠক আড্ডাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আজীবন ও সাধারণ সদস্য ছিলেন।