আরিফুর রহমান, নলছিটি :
ঝালকাঠির নলছিটিতে শাহাজাহান মোল্লা (৩৫)নামে এক যুবককে ২কেজি গাঁজাসহ আটক করেছে ঝালকাঠি গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত শাহাজাহান হাওলাদার উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওয় গ্রামের মৃত আঃ রব হাওলাদারে ছেলে।
ডিবি ওসি মাইনুদ্দিন জানান, ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন’র নির্দেশে উপপরিদর্শক এইচ এম বাশারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নলছিটির তৌকাঠি এলাকা থেকে তাকে আটক এবং তার কাছ থেকে ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার নামে নলছিটি থানায় রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।