স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, বিশ্ব মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনার ফলেই স্বাস্থ্য সেবায় বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। বিশ্বে অনেক দেশ যখন করোনা সংক্রমণরোধে টিকাদান কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ বিনামূল্যে সফলতার সাথে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা ইপিআই ভবনে আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।